Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের সিঁধ কেটে কুপিয়ে গৃহবধূ হত্যা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

গোপালগঞ্জে সিধ কেটে ঘরে ঢুকে লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই গৃহবধুর স্বামী ইব্রাহিম শেখ (৩৫) আহত হন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ভোরে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে ইব্রাহিম শেখের ঘরে প্রবেশ করে ইব্রাহিমকে মারপিট শুরু করে। ইব্রাহিমের স্ত্রী লিপি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে ইব্রাহিম ও লিপিকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে পরে ওই গৃহবধূকে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে ফেরিতে তিনি মারা যান। পরে লিপির লাশ গ্রামে নিয়ে আসা হয়। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরো জানান, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সারাফাত ফকির, বেলায়েত ফকির ও বাবুল মোল্লা নামে ৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ