প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ সময়ের গান ‘অপরাধী’ ইউটিউবে দেখা হয়েছে ১০কোটি বারেরও বেশি। অংকুর মাহমুদের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আরমান আলিফ। ১০ কোটি শ্রোতা ও দর্শক পেয়ে উচ্ছ¡সিত গানের শিল্পী। অনুভ‚তি প্রকাশ করে আরমান আলিফ বলেন, ভালো লাগছে। এটা ভালো লাগারই একটা বিষয়। প্রত্যাশা আগের থেকে বেড়েই চলেছে। ইউটিউব লিংকের কমেন্টে সবার অভিনন্দন বার্তা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে আগামী ঈদুল আজহায় ‘নেশা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন আরমান আলিফ। গানটি তাঁর ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ থেকে প্রকাশ হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করেছিল আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। প্রকাশের পর গানটি বিশ্বের শীর্ষ ১০০ গানের মধ্যে ৫০ স্থানে চলে আসে। বাংলাদেশের আর কোনো শিল্পীর গান শীর্ষ শতকে স্থান পায়নি। কলকাতায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন পর্যন্ত গানটির ভিডিও ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।