পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তুর্কি সেনাবাহিনীর অভিযানে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী (পি.কে.কে)-এর ১৮ সদস্য নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দিয়ারবাকি প্রদেশে নতুন করে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এতে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)এর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চলমান অভিযানের মধ্যে কেবল ওসমানিয়া জেলাতেই ১১ জন পি.কে.কে সদস্য নিহত হয়। এছাড়া, সিরনাক জেলায় নিহত হয়েছে আরো ৪ জন। অঞ্চলটি কুর্দি বিদ্রোহীমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র আন্দোলন করে আসছে দেশটির কুর্দি জাতিগোষ্ঠী। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।