Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনজিও’র নামে টাকা আত্মসাৎ : আটক ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেয়ার নামে এক এনজিও’র নামে টাকা আতœসাতের অভিযোগে তিন প্রতারককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় ঘটে এ ঘটনা।
আটকরা হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে জামান, রব শেখের ছেলে হাসান ও খুলনার দৌলতপুর এলাকার আফসার কাজীর ছেলে আজিজ।
গ্রাহক ও এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে প্রতারক জামান, হাসান ও আজিজসহ কয়েকজন মিলে কেরাবো এলাকায় চেয়ার নামে একটি এনজিও ব্যবসা শুরু করে। এরপর এলাকার সহজ-সরল মানুষকে সহজ শর্তে ঋণ দিবেন বলে আশ্বস্থ করে মানুষের কাছ থেকে ১০ হাজার টাকা করে হাতিয়ে নেয় । পরে আর ঋণ দেয়নি। ঋণ দুরের কথা, ফেরত দেয়নি অগ্রিম নেয়া ১০ হাজার টাকা। দুপুরে অফিসে প্রবেশ করা মাত্রই জামান, হাসান ও আজিজকে আটক করে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করে।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ