নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবারের উইম্বলডনে যেন তারকা পতনের খেলা চলছে! মেয়েদের এককে শীর্ষ দশ বাছাইয়ের নয়জনই যে বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডের মধ্যে।
মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপ গতপরশু হেরেছেন র্যাঙ্কিংয়ে ৪৮তম সিয়েহ সু-ওয়েইয়ের কাছে। একই দিন বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হালেপকে ৩-৬, ৬-৪-৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তাইওয়ানের ৩২ বছর বয়সি সু-ওয়েই।
শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে শুধু সপ্তম বাছাই ক্যারোলিনা প্লিস্কোভা এখনো অল ইংল্যান্ড ক্লাবে টিকে আছেন এই রিপোর্টটি লিখা পর্যন্ত। চেক রিপাবলিকের ২৬ বছর বয়সি এই খেলোয়াড় গতকালই চতুর্থ রাউন্ডে হয়েছেন কিকি বার্টেন্সের মুখোমুখি। তার ভাগ্যে কি ঘটেছে সেটি নিশ্চয়ই এতক্ষণে যেনে গেছেন প্রযুক্তির কল্যাণে।
এর আগে দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি দ্বিতীয় রাউন্ড, তৃতীয় বাছাই গার্বিনে মুগুরুজা দ্বিতীয় রাউন্ড, চতুর্থ বাছাই স্লেন স্টেফেন্স প্রথম রাউন্ড, পঞ্চম বাছাই এলিনা সিভিটোলিনা প্রথম রাউন্ড, ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়া প্রথম রাউন্ড, অষ্টম বাছাই পেত্রা কেভিতোভা প্রথম রাউন্ড, নবম বাছাই ভেনাস উইলিয়ামস তৃতীয় রাউন্ড, দশম বাছাই ম্যাডিসন কিস তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।