মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালদ্বীপকে উপহার দেয়া হেলিকপ্টার দুটো আগামী ১০ দিনের মধ্যে ফিরিয়ে নেবে ভারত। ভারতীয় মিডিয়া রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। মে মাসে একটি কপ্টার ফেরত দিয়েছে মালদ্বীপ। গত মাসে দ্বিতীয়টিও ভারতকে ফেরত নিতে বলেছে তারা। হেলিকপ্টার ফেরত দেয়ার সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির আরেকটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। কিছু প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে হেলিকপ্টারগুলো দেখভালের জন্য যে নৌবাহিনীর স্টাফদের মালদ্বীপে রাখা হয়েছে, তাদের উপস্থিতির কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছে মালদ্বীপ। ভারত মালদ্বীপে ছয়জন পাইলট এবং প্রায় এক ডজন জওয়ানকে মোতায়েন রেখেছে যারা মালদ্বীভিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্সকেও (এমএনডিএফ) সহায়তা করে। ভারতের ‘দ্য প্রিন্ট’কে সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে হেলিকপ্টার ও ক্রুরা ফেরত আসবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তা আরও জানান, তবে, আমাদের ইইজেড (এক্সক্লুসিভ ইকোনমিক জোনের) টহল জারি থাকবে। মে মাসে হেলিকপ্টার পরিচালনাকারী পাইলটদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর অনুরোধ সত্বেও তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হয়নি। এ কারণে সেখানকার ক্রুরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।