রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে আনোয়ারার জুঁইদÐী গ্রামের হাজী নজির আহমদ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বালু ও ইটবোঝাই ট্রাক-ট্রলি চলাচল করায় সড়ক দেবে গিয়ে মানুষের ভোগান্তি আরো বেড়েছে। ভাঙাচোরা এই সড়ক দিয়ে এখন ছোট যানবাহন চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে। যার কারণে গত কয়েকদিন আগে সড়কের প্রবেশদ্বারে খুঁটি স্থাপন করে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, কয়েক বছর আগে সিঙ্গেল ব্রিক সোলিং করা এ সড়ক দিয়ে ওই গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু গত বছর বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি উঠা-নামায় সড়কের অধিকাংশে ইট ভেসে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। এতে করে শীত মৌসুমে ওই সড়ক দিয়ে এলাকাবাসীর চলাফেরায় তেমন অসুবিধা না হলেও এই বর্ষায় ভোগান্তির শেষ নেই। এরপরও কিছু স্বার্থান্বেষী মহল গৃহনির্মাণে ব্যবহৃত বালু ও ইটবোঝাই ট্রাক-ট্রলি চালানোর ফলে সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এ কারণে যাতে করে ভারী যান চলাচল করতে না পারে সে জন্য সড়কের প্রবেশদ্বারে খুঁটি স্থাপন করা হয়। এদিকে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ জাবেদ তার ইটবোঝাই ট্রলি চলাচলের জন্য সড়কের খুঁটি ভেঙে দিয়ে স্থানীয়দের গালমন্দ করেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় তার লোকজন। শুধু তাই নয়, প্রতিবাদকারী নাছির উদ্দিনকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। এতে করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ঘটনায় জাবেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নাছির উদ্দিন। অভিযোগকারী নাছির বলেন, স্থানীয়দের বাধা উপেক্ষা করে ভাঙাচোরা সড়কে ইটবোঝাই ট্রলি চালিয়ে রাস্তার ক্ষতি করছে জাবেদ। এ ব্যাপারে তাকে বারবার বলার পরও উল্টো এলাকাবাসীকে গালমন্দ করেছে এবং আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। অভিযোগের বিষয়টি স্বীকার করে আনোয়ারা থানার এএসআই সোহেল রানা বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।