Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে চিকিৎসাব্যবস্থার বেহাল দশা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য সরকারের বরাদ্দ বেড়েছে চার হাজার ১৩২ কোটি টাকা। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকায়। চিকিৎসা খাতে বাজেট বাড়লেও ইবিতে উন্নয়ন হয়নি চিকিৎসার মান। হাসপাতালে নেই কোনো নিয়ম শৃঙ্খলা। ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নেই কোনো কাজের প্রতি বাধ্যবাধকতা। তাদের অনেকেই চিকিৎসাসেবা দিতে করছেন অবহেলা। ইমার্জেন্সি রোগীর জন্যও পাওয়া যাচ্ছে না সঠিক সময়ে সঠিক চিকিৎসা। রয়েছে ঔষধেরও ঘাটতি। হাসপাতালে ডাক্তারদের মধ্যে নিয়মানুবর্তিতা এবং ঔষধের মান উন্নয়নের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ নজরে আনলে ইবি শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতো।

মিজানুর রহমান মিজান
শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবিতে চিকিৎসাব্যবস্থার বেহাল দশা
আরও পড়ুন