Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ২ লাখ ৭০ হাজার বাস্তুচ্যুত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় দু’সপ্তাহ আগে সামরিক হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ একথা জানিয়েছে। দেরা এবং কুনেইত্রা প্রদেশের লড়াইয়ে বাস্তুচ্যুত হওয়া বেশির ভাগ মানুষই জর্ডান সীমান্তে এবং ইসরাইল-অধিকৃত গোলান মালভূমির দিকে পালিয়ে গেছে। কিন্তু কোনো দেশই শরণার্থী নিতে আগ্রহ দেখায়নি। এতে করে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হচ্ছে। রোববার প্রধান শহর বসরা আল-শামের বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন মেনে নিতে রাজি হয়েছে। সংঘর্ষ বন্ধের একটি চুক্তির কারণে দেরা এবং কুনেইত্রা পরিস্থিতি প্রায় একবছর শান্ত ছিল। কিন্তু এপ্রিলে রাজধানী দামেস্কর বাইরে পূর্ব গৌতা এলাকায় বিদ্রোহীদের পরাজয়ের পর প্রেসিডেন্ট আসাদ ওই প্রদেশ দুটি পুনর্দখল করার লক্ষ্য স্থির করেন। এরপর ওই এলাকায় সরকারি বাহিনীর ব্যাপক বিমান ও গোলা হামলার কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ও গ্রামগুলো থেকে মাত্র ছয়দিন আগেই ৫০ হাজারের মত মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। সোমবারের মধ্যে এ সংখ্যা ৫ গুণেরও বেশি বেড়ে গেছে। জর্ডানে জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র মোহাম্মদ হাওয়ারি বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখে পৌঁছতে পারে বলে আমরা ধারণা করছিলাম। কিন্তু এ সংখ্যা এরই মধ্যে ২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ