Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার সরকার ও সেনাদের ওপর হামলা হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে

সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার কড়া হুশিয়ারি

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর ওপর সরাসরি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হামলার ফলে পরিস্থিতি ভংয়কর হয়ে উঠবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গত শনিবার এ হুঁশিয়ার উচ্চারণ করেছেন। সিরিয়ার আলেপ্পো শহরে দেশটির সামরিক বাহিনীর চলমান অভিযানের বিরুদ্ধে সামরিক হামলাসহ ওয়াশিংটন কড়া জবাবের বিষয়ে চিন্তা করছে বলে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দেয়ার পর মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। উগ্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ থেকে আলেপ্পো শহরকে মুক্ত করার জন্য সিরিয়ার সরকার যে অভিযান চালাচ্ছে তার প্রতি সমর্থন দিচ্ছে রাশিয়া। অন্যদিকে, সিরিয়ায় সরকার উৎখাতের তৎপরতায় লিপ্তদেরকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বলছে, উদারপন্থি নাম করে মূলত বিদ্রোহী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম এবং আইএসআইএল বা দায়েশের মতো উগ্র গোষ্ঠীগুলো সহিংসতা চালাচ্ছে। বর্তমানে আলেপ্পো মুক্তি অভিযানের গতি বেড়েছে। এ অবস্থায় সিরিয়ার সেনাদের ওপর সরাসরি হামলার ইঙ্গিত দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। গত সপ্তাহে মিডল ইস্ট আই নামে একটি নিউজ পোর্টাল বিদ্রোহীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলেপ্পোর পতন ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরও সতর্ক করে বলেছে, আলেপ্পোয় সিরিয় সেনাদের অভিযান বন্ধ করতে রাশিয়া যদি উদ্যোগ না নেয় তাহলে দ্বিপক্ষীয় সহযোগিতা বন্ধ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।
অপর এক খবরে বলা হয়, রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় আলেপ্পো শহরে একটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে হামলায় দুজন নিহত হয়েছেন। সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি নামে একটি দাতব্য সংগঠন জানিয়েছে, হাসপাতালটির ওপর ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। আলেপ্পোর ঐতিহাসিক ওল্ড সিটিতেও সিরিয়ার সরকারি বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর রয়েছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের বেশ কিছু জায়গায় সংঘর্ষ চলছে। গত ১৯ সেপ্টেম্বর আংশিক অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিদ্রোহী অধ্যুষিত শহরে হামলা চালানো শুরু করে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী। হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া বিদ্রোহীদের জিহাদি হতে বাধ্য করছে। সিরিয়ার একসময়ের বাণিজ্যিক ও শিল্পের কেন্দ্র আলেপ্পো ২০১২ সাল থেকে বিভক্ত হয়ে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহে রাশিয়া ও সিরিয়ার বোমা হামলায় অনেক শিশুসহ অন্তত ৪০০ বেসামরিক নিহত হয়েছেন। গত শনিবার বিমান হামলায় আলেপ্পোর সর্ববৃহৎ এম-১০ হাসপাতালে হামলা চালানো হয়। এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে সেখানে তিনবার হামলা হলো। বিবিসি, রয়টার্স, এএফপি, পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ার সরকার ও সেনাদের ওপর হামলা হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ