রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। দুপুরে ইজারাদার ও কার্গো শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে অনির্দিষ্টিকালের জন্য শ্রমিকরা কর্মবিরতী শুরু করলে নৌ বন্দরের মালামাল উঠানামাসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আশুগঞ্জ বন্দরে আটকা পড়ে অর্ধশতাধিক মালবাহী কার্গো জাহাজ। নৌ-বন্দরের শ্রমিকরা জানান, সকালে বিদেশ থেকে আমদানী করা সার নিয়ে আসা কার্গো জাহাজ এমভি দেশী-৬ এর মাস্টার হুমায়ুন কবিরকে মারধর করে বন্দর ইজারাদারের কর্মকর্তা মাসুদসহ তার লোকজন। এসময় হামলায় আহত হয় জাহাজের মাস্টার হুমায়ন। এ হামলার প্রতিবাদের জাহাজের শ্রমিকরা দুপুর থেকে কর্মবিরতী শুরু করে। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ও বন্দরের কর্মকর্তারা জাহাজ শ্রমিকদের সাথে বিষয়টি সমঝোতার পর নৌ বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, ইজারাদার ও কার্গো শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে এক ঘন্টা বন্ধ থাকার পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি মিমাংসা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।