Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষে নয় ২ সাঁওতালের স্বাভাবিক মৃত্যু হয়েছে-শিল্প সচিব

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাব যে কাজটি করেছে- সেটি হল টিয়ার শেল, ফাঁকা গুলি এবং শটগানের গুলি, যে গুলিতে লোকক্ষয়ের কোনো সম্ভাবনা নাই। যে দু’জন মারা গিয়েছেন, যখন অপারেশন হয় সেই পর্যায়ে। এটা স্বাভাবিক মৃত্যু। এটা নিয়ে আমাদের কোনো কথা নাই ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই সব জানা যাবে।
গতকাল সোমবার শিল্পমন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এস কথা বলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি বিরোধের জের ধরে চিনিকলকর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে সময় হতাহতের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ী নয় দাবি করে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া আরো বলেছেন, সংঘর্ষ ‘মিটে গেলেও’ আন্দোলনকারীরা পরিস্থিতি অস্বাভাবিক করে রেখেছে একটি স্বার্থান্বেষী মহলের ‘প্ররোচনা’ রয়েছে।
শিল্পসচিব দাবি করেন, পুলিশ-র‌্যাবের অবস্থানের মধ্যে সাঁওতালরা সরে যাওয়ার পর আগুন দেয়ার ঘটনা ঘটে। এলাকার কিছু বহিরাগত এসে এরা যখন সরে যায় তখন কেউ কেউ আগুন ধরিয়ে দেয়। এটাও খবর পাওয়া যায়, যারা তাদের এখানে বসিয়েছিল তারাও এটার সাথে সংযুক্ত হয়ে বলেছে, এখান থেকে চলে যাওয়ার আগে তোমাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়া হবে।
শিল্প সচিব দাবি করেন, যারা সেখানে ঘর তুলে বসবাস শুরু করেছিল, তাদের সবাই ভূমিহীন নয়। আমাদের সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা খোঁজ নিয়ে জেনেছে, তাদের অনেকের নিজস্ব বাড়ি-ঘর আছে বিভিন্ন জায়গায়।
তিনি অভিযোগ করেন, সুগার মিল কর্তৃপক্ষ স্থানীয় ইউএনও ও পুলিশ মিলে ১২ জুলাই আন্দোলনকারীদের ‘বুঝিয়ে-শুনিয়ে’ সরিয়ে দিতে গেলে তীর-ধনুক নিয়ে তাদের ওপর হামলা করা হয়। আমরা কোনো রক্তপাত চাই নি। স্থানীয় প্রশাসন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তারা কর্ণপাত না করে উচ্ছৃঙ্খলতা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে নয় ২ সাঁওতালের স্বাভাবিক মৃত্যু হয়েছে-শিল্প সচিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ