Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৮ ঘণ্টা পর বগুড়ার বাস ঢাকায় স্বাভাবিক চলাচল শুরু

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : হঠাৎই সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি বগুড়া থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্ট রুটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ ছিল যানবাহন। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়ে। খুবই জরুরি কাজ থাকায় কেউ কেউ অন্যবাসে গন্তব্যে যেতে বাধ্য হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক হয়েছে। এ ব্যাপারে বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, বগুড়ার মালিক সমিতির সাথে কথা না বলেই সিরাজগঞ্জ মালিক সমিতি সম্প্রতি দু’টি গাড়ি বগুড়া হয়ে নওগাঁ রুটে চালাচ্ছে। এ নিয়ে কয়েক দফা বৈঠকে নওগাঁ রুটের গাড়ি দুটি প্রত্যাহারের জন্য বলার পরেও তারা গাড়ি চলাচল অব্যাহত রাখে। মালিক সমিতির নিয়ম অনুযায়ী নতুন কোন গাড়ি কোন জেলায় চালাতে গেলে ওই জেলার মালিক নেতৃবৃন্দের সাথে কথা বলে চালাতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে ৮ ঘণ্টা পর বগুড়ার বাস ঢাকায় স্বাভাবিক চলাচল শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ