Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোট নিয়েই খেলবেন নাইজেরিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রæপের ডু অর ডাই ম্যাচে আজ মুখোমুখী হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া। দু’দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেন্ট পিটার্সবার্গের ম্যাচের আগে নাইজেরিয়ার জন্য দু:সংবাদ হয়ে এসেছিল অধিনায়ক জন অবি মিকেলের চোটের খবর। গ্রæপের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বলের আঘাতে ডান হাতে চিঁড় ধরে নাইজেরিয়ান এই অধিনায়কের। তবে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগের দিন নাইজেরিয়ার কোচ গার্নট রোর নিজেই নিশ্চিত করেছেন চোট নিয়েও শেষ ম্যাচে খেলবেন মিকেল। মূলত আর্জেন্টিনা আর নাইজেরিয়া ম্যাচের সমীকরণ হচ্ছে- খেলায় যে দল হারবে তাদেরই বিদায় হবে বিশ্বকাপ থেকে। পাশাপাশি একই সময় হওয়া রস্তভে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দু’দলকে। যদিও আর্জেন্টিনার চেয়ে শেষ ষোল’র টিকিট পাওয়ার সমীকরণটা একটু সহজই নাইজেরিয়ার জন্য। হার এড়ালেই চলবে তাদের। তবে নাইজেরিয়ার কোচ গার্নট রোর এত জটিল সমীকরণে যেতে চাচ্ছেন না। তার চোখ কেবলই জয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ