Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮৪ বছরের ইতিহাসে এই প্রথম...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

১৮৪ বছরের ইতিহাসে রমজান মাসে সম্ভবত এই প্রথমবারের মতো নারীদের জন্য দরজা খুলে দিল কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ। ১৮৩৪ সালে এই মসজিদটির নির্মাণ করেছিলেন টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গুলাম মহম্মদ। সেই থেকে এত বছর পর প্রথম নারীদের জন্য ইফতার মাহফিল-এর আয়োজন করেছে মসজিদ কর্তৃপক্ষ। রমজানের সময় মধ্য কলকাতার ধর্মতলা চত্বরে কেনাকাটা করতে আসা কিংবা অফিস ফেরত ধর্মপ্রাণ মুসলিম নারীদের ইফতার কিংবা নামাজ আদায়ের সুবিধার জন্যই এই ইফতারের সিদ্ধান্ত মসজিদ কর্তৃপক্ষের। মসজিদ প্রাঙ্গণের মধ্যেই অস্থায়ী একটি বড় শামিয়ানা টানিয়ে রমজানে এই ইফতারের আয়োজন করা হচ্ছে। মুসলিম নারীদের সুবিধার কথা মাথায় রেখেই শামিয়ানার তলায় পর্যাপ্ত পরিমাণ আলো, পাখা, পানির সব ব্যবস্থা রয়েছে। ইফতারের মেনুতে রয়েছে ছোলা, ফল, মিষ্টি, শরবত। প্রতিদিন গড়ে প্রায় দেড় শতাধিক নারী টিপু সুলতান মসজিদের এই ইফতারে অংশ নিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতিহাসে

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ