Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

সমহারে বাড়ি ভাড়া ভাতার ওপর কর
বাজেটে বেসরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা যা তারা নিয়োগকারীর কাছ থেকে পেয়ে থাকে, তার ওপর আয়কর ধার্য করা হয়েছে। বছরে দুই লাখ ২০ হাজার টাকা বাড়ি ভাড়া করমুক্ত। কেউ ওই অর্থের অতিরিক্ত বাড়ি ভাড়া পেলে অতিরিক্ত অর্থ তার অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত করে আয়কর প্রদান করতে হয়। বর্তমানেও বিধানটি চালু রয়েছে। গত পাঁচ বছরে বাংলাদেশে বাড়ি ভাড়া কমপক্ষে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল্যস্টম্ফীতি বেসরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা হ্রাস করেছে। সরকার ২০১৫ খ্রিষ্টাব্দে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে। বেসরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। অন্যান্য দ্রব্য ও সেবার সঙ্গে বাড়ি ভাড়াও বৃদ্ধি পেয়েছে। বিষয়টি অনুধাবন করে সরকার সরকারি কর্মচারীদের বেতন ১ জুলাই ২০১৬ তারিখ থেকে বৃদ্ধি করেছে। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রাপ্য বাড়ি ভাড়া ভাতা করমুক্ত। এক নম্বর গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসে ৩৯ হাজার টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকেন অর্থাৎ তিনি বছরে চার লাখ ৬৮ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পান, যা সম্পূর্ণ আয়করমুক্ত। এমতাবস্থায়, সরকারি-বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে একই হারে আয়কর ধার্যের ন্যায়নীতির পরিপ্রেক্ষিতে বেসরকারি কর্মচারীর বছরে বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত চার লাখ ৬৮ হাজার টাকা পর্যন্ত আয়করমুক্ত থাকা প্রয়োজন।
মো. আশরাফ হোসেন, সেন্ট্রাল বাসাবো, ঢাকা।

 

কৃষিজমি রক্ষা করুন
দেশের প্রায় প্রতিটি নদীতীরে গড়ে উঠেছে ইটভাটা। এই ইটভাটাগুলো পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কৃষকদের কৃষিজমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছে। ইটভাটার মালিকরা এতই প্রভাবশালী যে, এদের কাছে কৃষকরা সর্বত্রই যেন বড় অসহায়। জিম্মি হয়ে আছে ওদের কাছে। ইটভাটার মালিকরা কোথাও কোথাও নদীতীর দখল করে এদের ইট তৈরির ব্যবসা চালিয়েও যাচ্ছে। যে জন্য নদীগুলো পড়ছে দূষণের কবলে। শুধু কি তাই, এরা নদীর মাটিও লুটেপুটে নিচ্ছে। নদীও হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইটভাটার ইট পোড়ানোর জন্য ইটভাটার মালিকরা আশপাশের গাছপালা ও সামাজিক বনভূমি উজাড় করে দিচ্ছে। এতে করে পরিবেশও হচ্ছে বিপর্যস্ত। এ অবস্থায় কৃষিজমি ও নদী রক্ষার জন্য যা যা করণীয় সংশ্লিষ্ট বিভাগকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন, ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন