Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, আটক ১

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাবনা র‌্যাব-১২ মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। র‌্যাব-১২ পাবনা সিপিসি-২ গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপান সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলাধীন মালিগাছা ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল ঐ এলাকায় কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযানে যায়। এ সময় পলাতক আসামী ঐ গ্রামের মৃত-বজলুর রহমানের পুত্র মনিরুল ইসলাম মনিকে গ্রেফতার করে। পরে শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন, ২ রাউন্ড গুলি,একটি পাইপগান ,একটি একনালা বন্দুক, ৩৩ রাউন্ড কার্তুজ, ৭টি বিভিন্ন ধরণের চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগ্নেয়াস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ