Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ৬:৩৫ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছেন। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।
অভিযানকালে অস্ত্র তৈরির কারিগর কামরুল ইসলাম ও তার অপর দুই সহযোগীকে আটক করা হয়। বুধবার দুপুরে শহরতলীর চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া উত্তরপাড়ায় এই অভিযান চালনো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামশেদুল আলম বলেন, অভিযানকালে দেখা যায়, ভাতুড়িয়া উত্তরপাড়ার একটি একতলা বাড়ির পুব পাশের একটি গোপন কক্ষে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি একটি দেশি পিস্তল নিয়ে নাড়াচাড়া করছেন। রুমের মধ্যে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে। সেখান থেকে এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও গলে যাওয়া কিছু ইয়াবা উদ্ধার করা হয়।
আটক অস্ত্র তৈরির কারিগর কামরুল ইসলাম একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।



 

Show all comments
  • মোস্তফা ১৭ জানুয়ারি, ২০১৯, ৫:২৬ পিএম says : 0
    মেধাবী লোকদের যোগ্য জায়গা দেওয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ