Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে মাদক-আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ৪:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারের পেছনের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়ান শুটার পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মনাকষা বিওপির নায়েক সুবেদার আবদুল মতিনের নেতৃত্বে একটি টহল দল শ্যামপুর বাজারের পেছনের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার রাতে মনাকষা ও মাসুদপুর বিওপির তিনটি পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আগ্নেয়াস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক-আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ