পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সুন্দরবনের সুন্দরীদের বাঁচান
১৪ ফেব্রুয়ারি পালিত হলো সুন্দরবন দিবস। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এটি। বাংলাদেশের ফুসফুস খ্যাত এই বন বিশ্বঐতিহ্যের ধারক ও বাহক। সে শুধু অক্সিজেন দিয়েই ক্ষান্ত হয় না। সুন্দরবনের কাঠ, মধু সংগ্রহ করে হাজারো মানুষ জীবিকা নির্বাহ করছে। প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে যায় নোনা মাটির এ বনে। তাছাড়া খুলনা পেপার মিলের প্রধান কাঁচামালও আসে সুন্দরবন থেকে। পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, ঐতিহ্য, পর্যটন ও অর্থনীতিতে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল এ বনের অবদান অনস্বীকার্য। দুঃখজনক হলেও সত্য, সুন্দরীরা ভালো নেই। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন ও লবণাক্ততা বাড়াসহ আরও কিছু কারণে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে সুন্দরীর সংখ্যা। এরই মধ্যে হারিয়ে গেছে প্রায় ৫৩ হাজার হেক্টর বনভূমির সুন্দরী। ক্রমেই সুন্দরী গাছ উজাড় হওয়ায় গত ২৫ বছরে ঘন বনের পরিমাণ কমেছে প্রায় ২৫ শতাংশ। এ অবস্থায় একদিকে কমছে বনভূমি, অন্যদিকে বাড়ছে জলাভূমি ও খালি জায়গার পরিমাণ। মনুষ্যসৃষ্ট এ আগ্রাসন কেবল সুন্দরী ধ্বংসেই সীমাবদ্ধ নেই। মানুষের নানা আগ্রাসনে বিপর্যয়ের মুখে পড়ছে সুন্দরবন। দিন দিন যেভাবে বনভূমি ধ্বংস হচ্ছে, সুন্দরবনের দিকে নজর দেওয়া অতীব জরুরি। সংশ্নিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই সবার প্রত্যাশা।
এমদাদুল হক সরকার
ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।