Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তার হতে চেয়েছিল সিবগাহ তুল্লাহ

এই ফল জানলে ছেলেটা খুশিই হতো : ইমাম রশিদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

মাধ্যমিকে পাস করেছে ছেলে, স্কুল থেকে ফোন এসেছিল বুধবার বেলা ১১টা নাগাদ। আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লা রশিদি বলে ওঠেন, ‘এই ফল জানতে পারলে ছেলেটা খুশিই হতো। ও তো ডাক্তার হতে চাইত!’ সন্তানহারা এই বাবার ঘোষণা, অভাব-অনটনের কারণে কোনও শিক্ষার্থীর পড়াশোনায় সমস্যা হচ্ছে খবর পেলে তিনি সাধ্যমতো সাহায্য করবেন। অন্ডালের ইকবাল অ্যাকাডেমি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তো ইমাম রশিদির বছর ষোলোর ছোট ছেলে মহম্মদ সিবগাহ তুল্লাহ। এ বছর সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাস দুয়েক আগে সামপ্রদায়িক সংঘর্ষে আসানসোলের রেলপাড় এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় সিবগাহ তুল্লাহ। পরে উদ্ধার হয় তার লাশ। ওই ঘটনার পর ইমাম কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাননি। বরং ছেলের দাফনে উপস্থিত জনতাকে বার্তা দেন, এই মৃত্যুর প্রত্যাঘাতে কোনও গোলমাল পাকানো হলে তিনি আসানসোল ছেড়ে চলে যাবেন। অগ্নিগর্ভ পরিস্থিতিতে এমন বার্তা এলাকায় তাকে ‘শান্তির মুখ’ করে তুলেছিল। রাজ্য শিশু সুরক্ষা দিবস উপলক্ষে আগামী ৯ জুন কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ইমাম রশিদিকে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা বিভাগ। ওই ইমাম অবশ্য জানান, তার পরিবর্তে বড় ছেলে ও কয়েক জন প্রতিনিধি রবীন্দ্র সদনে গিয়ে এই সম্মান গ্রহণ করবেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ