Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ভূয়া ডাক্তার আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা

ফুলবাড়ী(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১০:০৯ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে নুর আলম চৌধুরী জয়(৩০) নামের এক ভূয়া ডাক্তারকে আটক করে ৬মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ক্যাথোরাই-প্রু মারমা ।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় উর্ব্বশী সিনেমা হল সংলগ্ন ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে নুর আলম চৌধুরী জয়কে ভূয়া ডাক্তার হিসেবে আটক করে এই সাজা প্রদান করা হয়। নুর আলম চৌধুরী জয়(২৮) পার্বতীপুর উপজেলার আমবাড়ী বালুপাড়া গ্রামের ফেরদৌস চৌধুরীর ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,দীর্ঘদিন থেকে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াগনস্টিকে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন নুর আলম চৌধুরী জয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত তার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র না পেলে তাকে আটক করে উক্ত সাজা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ