Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকে ভুয়া ডাক্তার গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

জাল সনদে ‘ডাক্তার’ দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় শিবলী সাদিক নামে কথিত ডাক্তারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে।
গতকাল শনিবার সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান। তিনি আরো জানান, কথিত ডাক্তার শিবলী সাদিক ১৯৯৮ সালে বিকেএসপি থেকে মানবিক এ এসএসসি পাস করেন। ২০০০ ও ২০০১ এ এইচএসসি ২ বার অকৃতকার্য হন। পরে চায়না গিয়ে ডাক্তারির সনদ সংগ্রহ করেন। এই সনদ দিয়ে বিএমএ ও বিএমডিসি তে অর্থের বিনিময়ে নিবন্ধন নেন। এই নিবন্ধন দেখিয়ে তিনি নিজেকে ‘অভিজ্ঞ চিকিৎসক’ দাবি করে রোগীদের ব্যবস্থাপত্র দিতেন।
এভাবে প্রতারণার মাধ্যমে তিনি একটি হাসপাতালের মালিকসহ বিপুল বিত্ত-বৈভবের মালিক হন। শিবলী সাদিকের মালিকানায় ঢাকার সাভারে রয়েছে একটি ৫ তলা বাড়ি। একটি ডুপ্লেক্সে নিজে বসবাস করেন। রয়েছে ব্যক্তিগত দামি গাড়ি। নিজের একটি ক্লিনিক। অন্যদের ভুয়া নিবন্ধন সনদও তিনি পাইয়ে দিয়েছেন মর্মে মামলায় উল্লেখ করে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদকে ভুয়া ডাক্তার গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ