Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই সময়ে সঙ্গীতশিল্পী ও সুরকার মিলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

এ প্রজন্মের সংগীতশিল্পী মিলন অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছেন। সখি ভালোবাসা কারে কয়’, ‘পলকে পলকে’, ‘লক্ষী সোনা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন। কেবল গায়ক হিসেবে নয়, সুরকার হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন। সম্প্রতি আসিফ আকবরের দুটি গানের সুর করেছেন তিনি। গান দুটি ঈদের আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরে নিজের একাধিক সলো ট্র্যাক তৈরি করেছেন। স্নেহাশীষ ঘোষের কথা ও এমএমপি রনির সংগীতে সব ক’টি গানের সুর করেছেন মিলন নিজেই। এর মধ্যে একাধিক গানের ভিডিও নির্মানাধীন রয়েছে। আগামীতে ধ্রুব মিউজিক স্টেশন, ঈগল মিউজিক, সিডি চয়েসসহ একাধিক ব্যানারে মিলনের গানগুলো মুক্তি পাবে। ঈদকেন্দ্রিক ব্যস্ততা প্রসঙ্গে মিলন বলেন, সারা বছরই টুকটাক করে কাজ করি। তাই সে অর্থে ঈদের ব্যস্ততা তেমন নেই। আসিফ আকবরের জন্য দুটো গানের সুর করেছি। ওগুলো ঈদে আসতে পারে। নিজেরও বেশ কটি গান চ‚ড়ান্ত আছে। সেগুলোও শিগগিরই মুক্তি পাবে।’ এর বাইরেও একাধিক বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন মিলন। চ‚ড়ান্ত হওয়ার পরই সেগুলো শ্রোতাদের সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
ছবিঃ মিলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ