Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিরে দি ওয়েডিং’ মুক্তি পেল

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

শুক্রবার বলিউডের ‘বিরে দি ওয়েডিং’ ফিল্মটি মুক্তি পেয়েছে। একই সঙ্গে মুক্তি পেয়েছে‘ভবেশ ‘জোশি সুপারহিরো’ এবং ‘ফেমাস’।
অনিল কাপুর ফিল্ম কোম্পানি এবং বালাজি টেলিফিল্মস লিমিটেডের ব্যানারে কমেডি ফিল্ম ‘বিরে দি ওয়েডিং’ মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রিয়া কাপুর, একতা কাপুর, শোভা কাপুর, অনিল কাপুর এবং নিখিল দ্বিবেদী। শশাঙ্ক ঘোষের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনম কাপুর, শ্বরা ভাস্কর, শিখা তালসানিয়া, সুমিত ব্যস, বিবেক মুশরান, পরেশ পাহুজা, মনোজ পাহভা, নিনা গুপ্তা এবং গেবি চাহাল। শাশ্বত সচদেব এবং বিশাল মিশ্র সঙ্গীত পরিচালনা করেছেন।
এরোস ইন্টারন্যাশনাল, ফ্যান্টম ফিল্মস এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ভবেশ জোশি সুপারহিরো’ মুক্তি পেয়েছে। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন বিকাস বাহল, মাধু মান্তেনা এবং অনুরাগ কাশ্যপ। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর, নিশিকান্ত কামাট, প্রিয়াংশু পাইনিউলি, অর্জুন কাপুর এবং বিশেষ ভূমিকায় শিবানি দান্ডেকার এবং আনুশা দান্ডেকার। সঙ্গীত পরিচালনা অমিত ত্রিবেদীর।
অ্যাকশন থ্রিলার ‘ফেমাস’ রাজ খাটরি ফিল্মজ এবং ওএম রিলসের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রযোজনা করেছেন রাজ খাটরি এবং অমিতাভ চন্দ্র। করণ লিলিত ভুটানির পরিচালনায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, জিমি শেরগিল, কে কে মেনন, শ্রিয়া সরন, পঙ্কজ ত্রিপাঠী এবং মাহি গিল।
ছবিঃ বিরে দি ওয়েডিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ