Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ছাগল চুরির অভিযোগ করায় গুলি করে হত্যা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ৬:১৮ পিএম | আপডেট : ৬:২৮ পিএম, ৩০ মে, ২০১৮
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাইম্যাখালী এলাকায় ছাগল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় মো: হাশেম নামের একজনকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় গুলিতে
তার ভাই শাহাজাহানও গুরুতর আহত হয়। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩০ মে) দিনগত রাত ১টার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: হাশেমের পিতা নুরুল হোসেন জানান, আমাদের একটি ছাগল চুরি হওয়ায় এলাকার কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মো: ইয়াসিনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত মঙ্গলবার রাতে আমার দু’পুত্রের উপর গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মো: হাশেম মারা যায়। শাহাজাহানের অবস্থাও গুরুতর।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ