Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিবের বাড়িতে পাওয়া যায় ২৬ ধরনের মুদ্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে ২ কোটি ৮৬ লাখ ডলার মূল্যের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। শুক্রবার পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তারা নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়। পাওয়া যায় ৪০০টিরও বেশি বিলাসবহুল ব্যাগ। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা অমর সিং বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরণের মুদ্রা রয়েছে। রয়টার্স।
কানাডায় ভারতীয় রেস্টুরেন্টে বোমা হামলায় আহত ১৫
ইনকিলাব ডেস্ক : কানাডার টরোন্টোতে একটি ভারতীয় রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুইজন অজ্ঞাত ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে ভারতীয় বম্বে ভেল নামে ওই রেস্টুরেন্টে হামলা হয়। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। এখনও কেউ এর দায়ভার স্বীকার করেনি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজিব

২৫ জানুয়ারি, ২০১৯
১১ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ