Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্ডানে ইসলামপন্থীরা দীর্ঘদিন পর সংসদে ফিরে এলো

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর জর্ডানে
ইসলামপন্থীরা আবার সংসদে ফিরে এসেছে। মুসলিম ব্রাদারহুড এক দশকেরও বেশি সময় ধরে সংসদ বর্জন করে আসছিলো।
বৃহস্পতিবার দেশটির সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, মুসলিম ব্রাদারহুড বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষতায় এসেছে। ব্রাদারহুড পূর্বের নির্বাচন পদ্ধতির সমালোচনা করে এতদিন সংসদের বাইরে ছিলো। পূর্বের নির্বাচনগুলোতে ব্রাদারহুডের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরগুলোকে প্রাধান্য না দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত গ্রামীণ এলাকাগুলোকে প্রাধান্য দেয়া হতো এবং সংসদে তাদের প্রতিনিধি থাকতো বেশি। কিন্তু ইসলামপন্থীরা সরকারের ‘আরব বসন্ত’ নীতির সমালোচনা করে ‘ইসলামই সমাধান’ স্লোগান নিয়ে খ্রিস্টান ও জাতীয় বিশিষ্ট নাগরিকদের নিয়ে ন্যাশনাল কোয়ালিশন ফর রিফর্ম-এনসিআর গঠন করে সরকারকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। বৃহস্পতিবার প্রাথমিক ফলাফলে দেখা যায়, ১৩০টি আসনের মধ্যে যেগুলো গণনা করা হয়েছে তার সবক’টি অর্থাৎ ১৬টিই পেয়েছে এনসিআর। ব্রাদারহুডের শীর্ষ নেতা জাকি বানি রাশেদি বলেন, তারা অন্যদের নিয়ে একটি কার্যকর জোট গঠনের চেষ্টা করবে। যদিও জর্ডানে কোন ক্ষমতাসীন দল নেই। বেশ কয়েক বছর ধরে দেশটি পরিচালিত হচ্ছিলো বাদশা আব্দুল্লাহ নিয়োগকৃত ব্যক্তিদের দিয়ে। তাদের মধ্যে সরকারপন্থী উপজাতীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, সাবেক নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
৩৭ শতাংশ বিশ্লেষক মনে করেন, ইসলামপন্থীরা না থাকায় দেশটির সংসদ এতদিন আদতে কার্যকর ছিলো না।
এবার তার বত্যয় ঘটবে এবং একটি ভালো সরকার প্রতিষ্ঠিত হবে বলে তারা মনে করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জর্ডানের এই নির্বাচনী ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা মনে করেন, এবার দেশটিতে একটি কার্যকর সরকার প্রতিষ্ঠিত হবে। রয়র্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জর্ডানে ইসলামপন্থীরা দীর্ঘদিন পর সংসদে ফিরে এলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ