Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে আরো আড়াই হাজার বসতি নির্মাণ করবে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিম তীরে আরো ২ হাজার ৫০০ নতুন বসতি নির্মাণ করবে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান তার টুইটারে এমন পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। তিবি বলেন, পশ্চিম তীরে নতুন ২৫০০ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনায় অনুমোদন চাইবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, অবিলম্বে এসব বাড়ি নির্মাণের জন্য ১৪০০ হাউজিং ইউনিটকে দায়িত্ব দেবে আঞ্চলিক পরিকল্পনা বোর্ড। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা জমাট বেঁধে আছে। এই শান্তি প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে বসতি নির্মাণ হলো সবচেয়ে উত্তপ্ত ইস্যু। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা নিয়ে পশ্চিম তীরকে দেখে থাকে তাদের ভবিষ্যত রাজধানী হিসেবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ওই এলাকার বিশাল অংশ দখল করে নেয় ইসরাইল। বিশ্বের বহু দেশ এটাকে অবৈধ বলে আখ্যায়িত করলেও ইসরাইল দখল ছাড়ছে না। তবে এসব বসতি অবৈধ নয় বলে দাবি করে ইসরাইল। তারা বলে, ফিলিস্তিনিদের ভবিষ্যত নির্ভর করবে শান্তি আলোচনার মাধ্যমে। প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান লিখেছেন, আমরা উত্তর থেকে দক্ষিণে জুদেয়া থেকে সামারিয়া পর্যন্ত সর্বত্র ভবন নির্মাণ অনুমোদন করবো। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসতি

৩ অক্টোবর, ২০২২
২ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২১
৭ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ