Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে বসতি বাড়াবে ইসরাইল

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরো ২৮৫টি ইহুদি বসতি তৈরির অনুমোদন দিয়েছে ইসরাইল। ইহুদি বসতি নির্মাণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পিস নাউয়ের বরাত দিয়ে গত বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার থেকে পশ্চিম তীরের এলকানাতে ২৩৪টি নার্সিং ইউনিট, বেইত আরেতে ৩০টি বাড়ি এবং গীভাত জিভের ২০টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া ওফারিমে বিদ্যমান ১৭৯টি বাড়ির বৈধতার অনুমতিপত্র দেওয়া হয়েছে। পিস নাউ জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনী পরিচালিত বেসামরিক প্রশাসন পশ্চিম তীরে ২ হাজার ৬২৩টি বাড়ি নির্মাণের পরিকল্পনা চলতি বছরেই অনুমোদন দিয়েছে। এগুলোর মধ্যে ৭৫৬টি অবৈধ বাড়িও রয়েছে। আগের দেওয়া অনুমতি দেখিয়ে এগুলো বৈধ কওে নেওয়া হবে। এদিকে নতুন করে ইহুদি বসতি নির্মাণে ইসরাইলের অনুমতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের এই ঘনিষ্ঠ মিত্র বলেছে, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা এই বসতি নির্মাণের অনুমতি গুরুতর ও ক্রমবর্ধমান হুমকি হয়ে দেখা দিতে পারে। প্রসঙ্গত, ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইল ১০০টিরও বেশি বসতি নির্মাণ করেছে। এসব বসতিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার ইসরাইলি বাস করে। আন্তর্জাতিক আইনে এ বসতি নির্মাণ অবৈধ ঘোষণা করা হলেও ইসরাইল বিষয়টি মানতে নারাজ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম তীরে বসতি বাড়াবে ইসরাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ