Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের বসতি বিস্তার নীতির নিন্দায় মারকেল

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরাইলের বসতি সম্প্রসারণ নীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। গত মঙ্গলবার বার্লিনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে তিনি দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানের আশা প্রকাশ করেন। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস ইসরাইল-ফিলিস্তিন শান্তির লক্ষ্যে রাশিয়ায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। গতমাসে পশ্চিম তীরে সেনা হামলায় আহত এক ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করে ইসরাইলি সেনা ইলোর আজারিয়া। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে গত সোমবার তার বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করেন ইসরাইলি আদালত।
একের পর এক ফিলিস্তিনি হত্যার কারণে পুরো বিশ্ব যখন ইসরাইলি বর্বরতার নিন্দায় মুখর, তখন হত্যকারী স্বজাতি সেনার বিচার এড়াতে উঠেপড়ে লেগেছে, শত শত ইহুদি। গত মঙ্গলবার তেলআবিবে খুনের ঘটনায় অভিযুক্ত ইলোর আজারিয়ার সমর্থনে এক সমাবেশে, তাকে বীর বলে আখ্যা দেয় ইসরাইলি বিক্ষোভকারীরা। মঙ্গলবারই আরেক ইসরাইলির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার নাম বেন ডেভিড। রয়টার্স জানায়, ২০১৪ সালের মার্চে মোহামেদ নামের এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার ঘটনায় অভিযুক্ত সে। ঐ হত্যাকা-কে কেন্দ্র করেই পরে গাজায় ৫০ দিন ধরে ইসরাইলি হামলা চলে। দীর্ঘ সময় ধরে চলে আসা এই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে এবার রাশিয়ার সহযোগিতা চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ে রাশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অনুতি আগের সম্মেলনে এ বিষয়ক পরবর্তী বৈঠক মস্কোয় অনুানের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি। এখন বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেয়া উচিত। বৈঠকের বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত না হলেও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়ে ফিলিস্তিনকে সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। মস্কো থেকে মঙ্গলবারই বার্লিন যান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। সেখানে তিনি জার্মানির চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। পরে যোগ দেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে। ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা নতুন করে শুরু করার ক্ষেত্রে অধিকৃত অঞ্চলে ইসরাইলের বসতি সম্প্রসারণের বিষয়টি এক বড় বাধা হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন অ্যাঙ্গেলা মারকেল। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইসরাইল যেভাবে বসতি সম্প্রসারণ নীতি এগিয়ে নিয়ে চলেছে তাতে ব্যক্তিগতভাবে আমি উদ্বিগ্ন। দুপক্ষেরই উচিত কূটনৈতিক উপায়ে চলমান সঙ্কট সমাধানের চো চালানো। এদিকে, জেরুজালেম সফরে গিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং। বৈঠকে তিনি ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান। বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলের বসতি বিস্তার নীতির নিন্দায় মারকেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ