পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী (শাওন) এম.পি। আলোচনায় অংশ নিয়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শেখ শহিদুল ইসলাম রাজউককে ব্যবসায়িক মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ফ্ল্যাটের দরের তারতম্য রোধে এরিয়া ভেদে রিহ্যাবকে একটা ফিক্সড দাম নির্ধারণের প্রস্তাব দেন। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ঢাকার উপর চাপ কমাতে নগর বিকেন্দ্রীকরণের উপর গুরুত্বারোপ করেন। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া ঢাকা এবং কক্সবাজারে নান্দনিক বিল্ডিং ও হোটেল-মোটেল তৈরিতে রিহ্যাব সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। সঞ্চালনা করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (এ্যাডমিন) প্রকৌশলী সরদার মো. আমিন। সভায় রিহ্যাবের সাবেক কোষাধ্যক্ষ স্থপতি আখিল আক্তার চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান এবং ভাস্কর্য শিল্পী ভাস্কর রাশা আবাসনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। আলোচনা সভায় রিহ্যাবের বিভিন্ন পরিচালক, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রিহ্যাব পরিচালক মো. জহির আহমেদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।