Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফির বিকল্প খুঁজছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

প্রতিবার টি-টোয়েন্টির দল ঘোষণার সময়ই অবধারিতভাবে চলে আসে প্রসঙ্গটা। মাশরাফি বিন মুর্তজার বিকল্প কীভাবে পুরণ করা হবে? গত বছর শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের পর তার অভাব সেভাবে পূরন হয়নি। রুবেল, তাসকিনরা কেউই সেভাবে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি, মোস্তাফিজ একাই তাই ভরসা। গতকাল আফগানিস্তান সিরিজের দল ঘোষণার সময়ই মিনহাজুল আবেদীন বললেন, একজন বোলিং অলরাউন্ডার হন্যে হয়ে খুঁজছে বিসিবি।
বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন ছিলেন সম্ভাবনাময়দের একজন। তবে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সিরিজে দুঃস্বপ্নের কিছু স্পেলের পর জায়গা হারিয়ে ফেলেছেন দলে। মিনহাজুল যেমন বললেন, মাশরাফির বিকল্প হিসেবে একজন বোলিং অলরাউন্ডারের ভাবনা মাথায় আছে তাদের, ‘মাশরাফির বিকল্প বের করা এ দেশে কঠিন একটি কাজ। মাশরাফি সব ফরম্যাটে এমন একজন আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আমাদের কাছে। দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।’
তিনি আরও যোগ করেন, ‘মাশরাফির মতো হয়তো কাউকে আপাতত পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে এখন। আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে এটলিস্ট একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাবো। ’
আরেক নির্বাচক হাবিবুল বাশার যোগ করলেন, সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু, কেউই তাদের চিন্তার বাইরে চলে যায়নি, ‘সাইফউদ্দিনের পারফরম্যান্সে আমরা হ্যাপি ছিলাম না। আমাদের মাথায় দুইজন বোলিং অলরাউন্ডার মাথায় ছিল, একজন রাজু আরেকজন সাইফউদ্দিন। কিন্তু দুইজনের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। যদিও তারা আমাদের চিন্তার বাইরে চলে যায়নি, সামনে আমাদের ‘এ’ দলের খেলা আছে, সেখানে আমরা তাদের দেখতে চাই। আসলে তারা কেমন করে সেটা দেখতে হবে। আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমরা অনেকদিন ধরেই ওই জায়গাতে অভাব অনুভব করছি।’



 

Show all comments
  • Liakot ২১ মে, ২০১৮, ৫:০০ এএম says : 0
    Bcb should send at least 5 player in England for world cup preparation
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ