Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার শাহজালালে উড়জাহাজের ভেতর সোয়া ৯ কেজি সোনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০২ পিএম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে ঢাকায় আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। কাস্টম হাউস বলছে, প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর মূল্য ৪ কোটি ৬৪ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইটটি মালয়েশিয়া থেকে ঢাকায় আসে। গোপন খবর পেয়ে বিমানটিতে তল্লাশি করা হয়। এ সময় বিমানের ৩০ এফ নম্বর আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেট পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে প্যাকেটটি খুলে সোনার ৮০টি বার পাওয়া যায়।
 
এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ফাহমিদা মাহজাবীন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ