Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধানমণ্ডিতে ৩৩ ভরি সোনা চুরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে সাড়ে ৩৩ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তরা) বিভাগ। গ্রেফতাররা হলেন- বৃষ্টি ও লাকী আক্তার।
গত বুধবার মধ্যরাতে ধানমণ্ডির রায়ের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩৯ গ্রাম ওজনের ৫টি সোনার চেইন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, বুধবার ধানমন্ডি ১২ নম্বর রোডের একটি বাসা থেকে ৪টি সোনার হার, ৪ জোড়া সোনার কানের দুল, ১০টি সোনার চেইনসহ মোট সাড়ে ৩৩ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ধানমণ্ডি থানায় একটি মামলা হয়। ঘটনার পরই মামলাটি ছায়া তদন্ত শুরু করে ডিবির উত্তরা জোনাল টিম। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রায়ের বাজার সুলতানগঞ্জ বাইতুল আসাদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধানমণ্ডিতে ৩৩ ভরি সোনা চুরি

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ