Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে পায়েল দে’র অভিনয়ে ‘সোনা রোদের গান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাংলা টেলিভিশনে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসছে। এর মধ্যে অন্যতম পায়েল দে-ঋষি কৌশিকের অভিনয়ে ‘সোনা রোদের গান’। ২৪ জানুয়ারি থেকে কালার্স বাংলায় ‘দত্ত অ্যান্ড বৌমা’র জায়গায় ধারাবাহিকটি প্রচারিত হবে। বেশ আগে থেকেই ধারাবাহিকটি নিয়ে আলোচনা চলছিল। এর কারণ হল ঋষি দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন এবং পায়েলও অনেকদিন পর কেন্দ্রীয় ভূমিকায় ফিরছেন। পায়েল একজন কর্তব্যপরায়ণ মেয়ের ভূমিকায় অভিনয় করবেন; পায়েল বলেন : “আমি ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে আনন্দীর ভূমিকায় অভিনয় করব যার জীবন চলে তার পরিবারকে কেন্দ্র করে, বাবা-মা, কয়েক ভাই, আর অন্য সদস্যরা। সে একজন কর্মনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ মেয়ে। এছাড়া সে প্রাণেও ভরা। সে তার পছন্দের মানুষ বিক্রমের সঙ্গে বিয়ের জন্য অপেক্ষায় ছিল। কিন্তু পরিস্থিতি সব বদলে দেয়।” সৌম্য বন্দ্যোপাধ্যায় বিক্রমের ভূমিকায় অভিনয় করবেন। ‘সোনা রোদের গান’ ছাড়া যে কয়েকটি নতুন বাংলা ধারাবাহিক আসছে সেগুলো- ‘সাথি’, ‘গুড্ডি’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। পায়েল এর আগে ‘প্রথমা কাদম্বিনী’, ‘দেশের মাটি’, ‘চুনি পান্না’, ‘দুর্গা দুর্গেশ্বরী’ এবং ‘জয় কালী কোলকাতাওয়ালি’ ধারাবাহিকগুলোতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসছে পায়েল দে’র অভিনয়ে ‘সোনা রোদের গান’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ