মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণে বেআইনি সোনা উদ্ধার করেছে বিএসএফ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ইছামতী নদীর পাড় থেকে পাঁচটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, এর আগে কখনো এত বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়নি। মোট ৪১ দশমিক ৪৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারদর ভারতীয় মুদ্রায় আনুমানিক ২১ কোটি ২২ লাখ রুপি।
উদ্ধার সোনার মধ্যে রয়েছে ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার, একটি সোনার মুদ্রা। এ ছাড়াও চারটি মোবাইল ফোন, একটি দেশি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।