বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল কাস্টম হাউসের নিরাপদ গোপনীয় ভোল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরির ঘটনা উদঘাটনে সবগুলো গোয়েন্দা সংস্থা এখন মাঠ পর্যায়ে কাজ শুরু করছে।
তবে আরো কোটি কোটি টাকার সোনা ডলার ও টাকা পয়সা ভোল্টে থাকলেও তা নেয়নি দুবৃওরা। কিভাবে ৪ স্তর বিশিষ্ট নিরাপওা বেষ্টনী ও ২০ টি সিসি ক্যামেরা পেরিয়ে দুর্বৃওরা ভোল্ট ভেঙ্গে ২০ কেজি সোনা নিয়ে গেলে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা ও ভোল্ট ইনচার্জ সাহিবুর সর্দার সহ ৫ জনকে আটক করে জিঞাসাবাদ করা হচ্ছে। তবে কাস্টমস এর বিভিণœ শাখায় নিয়োজিত ৩ জন পিয়নকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধূরী জানান।
দুধর্ষ চুরির রহস্য উদ্ঘাটনে পোর্ট থানা সহ র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই সহ বিভিণœ গোয়েন্দা সংস্থা গত তিন ধরে বেনাপোল চষে বেড়াচ্ছে। তবে চুরি যাওয়া সোনার বাজার মূল্য ১০ কোটি টাকার বলে কাস্টমস সুত্র জানায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রুবার , শনিবার ও রোববার ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি থাকায় কেউ অফিসে ছিলেন না। সোমবার সকালে অফিস খুললে চুরির বিষয়টি ধরা পড়ে।
যুগ্ন কমিশনার শহীদুল ইসলাম জানান, চুরি যাওয়া সোনার অধিকাংশই বিভিণœ চোরাচালান মামলার আলামত হিসেবে রাখা ছিল। তবে সিসি ক্যামেরার সব কিছু দেখাশুনা করতো পিয়ন টিপু সুলতান ও আজিবর রহমান। ঘটনায় আগে ভাগেই সব গুলো সিসি ক্যামরা অকেজো করে রাখা হয়। অবৈধ এসব পিয়নরা কাস্টমস এ যোগদানের পরপরই বিপুল অর্থ সম্পওির মালিক হয়ে যায়। তবে রাতে কাস্টমস এর সিপাহী ও আনসার সদদস্যরাও নিরাপওার দায়িত্বে ছিল। দুর্বৃওরা কিভাবে রাতে পর্যাপ্ত আলোর মধ্যে দোতলায় গিয়ে সোনা নিয়ে গেল তা নিয়ে তদন্ত সংস্থা গুলো বিশ্ময় প্রকাশ করেছে।
ভোল্টে মূল্যবান আরো বিপুল পরিমাণ সোনা, ডলার ও টাকা থাকলেও শুধু মাত্র ২০ কেজি সোনা নিয়ে যায় তারা। বাকি সোনা ,ডলার টাকা পয়সা কেন চুরি হলো না বিষয়টি নিয়েও এগোচ্ছে তদন্ত সংস্থা।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী বলেন গুদামের মধ্যে মূল্যবান সোনা, ডলার ও টাকা পয়সা রাখা ছিল ভোল্টে। তবে চার স্তরের নিরাপত্তাবেষ্টনী আছে। বাইরে থেকে চোর ঢুকে সোনা চুরি করা খুব কঠিন । এই চুরির সঙ্গে ভেতরের কারও যোগস‚ত্র থাকতে পারে বলে মনে করেন তিনি। আশা করছি, খুব তাড়াতাড়ি চোর ধরা পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।