মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাতৃভূমির টানে ফেরাটাই যেন কাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক দম্পতির। স্বদেশে ফিরেই খুন হয়েছেন তারা। আর এ দম্পতিকে খুন করার অভিযোগ উঠেছে তাদের গাড়িচালক ও তার বন্ধুর বিরুদ্ধে। অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তারা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনাটি ঘটেছে গত ৭ মে ভারতের চেন্নাইয়ে। ওইদিনেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন শ্রীকান্ত (৬০) এবং তার স্ত্রী অনুরাধা (৫৫)। সঙ্গে ৯ কেজি পরিমাণ সোনা নিয়ে চেন্নাইয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন এ দম্পতি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশের মাটিতে পা রাখার দিনেই নৃশংসভাবে খুন হন আমেরিকা প্রবাসী শ্রীকান্ত ও অনুরাধা। খুনের পর তাদের দেহ চেন্নাইয়ে বাইরে একটি খামার বাড়িতে নিয়ে গিয়ে পুঁতে দেয় খুনিরা। লুট করে নিয়ে যায় ৯ কেজি সোনা, ভারতে যার বাজার মূল্য ৫ কোটি রুপির বেশি।বাবা-মাকে ফোনে না পেয়ে পুলিশে জানায় দম্পতির মেয়ে। পুলিশ তল্লাশিতে নামে। অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে পলাতক গাড়িচালক কৃষ্ণান এবং তার বন্ধু রবিকে অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল থেকে গ্রেফতার করে। মাটিতে পুঁতে ফেলা দম্পতির দেহও উদ্ধার করে পুলিশ। পুলিশি জেরায় কৃষ্ণান দম্পতি খুনের বিষয়টি স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, একটি আবাসন সংক্রান্ত চুক্তি থেকে দম্পতি ৪০ কোটি টাকা পেয়েছিলেন। সেই নগদ টাকা হাতানোই মূল উদ্দেশ্য ছিল। না পেয়ে গয়না নিয়েই পালিয়ে যায় তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না পুলিশ তদন্ত করছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।