নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। এজন্য সরগম পত্রিকার পাতা থেকে সামাজিত যোগাযোগ মাধ্যম। এমনকি ব্যস্ত শহর-নগর পরিবেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের শত কোটি ভক্তদের মত উদ্দীপনা তৈরি করছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মনেও।
কিন্তু এখনো জাতীয় দলের সাথে যোগ দিতে পারেননি ফুটবল জাদুকর। এরই মাঝে প্রীতি ম্যাচ খেলতে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ফিরে বার্সার হয়ে আরো একটি লা লিগা ম্যাচে অংশ নিয়ে তারপর জাতীয় দলের শিবিরে যোগ দেবেন আর্জেন্টিনা অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা পাড়ি জমানোর আগে ইতালিয়ান স্পোর্টস চ্যানেল টিসি স্পোর্টসের একটি প্রগ্রামে নিজের কিছু অনুভুতির কথা জানিয়েছেন মেসি। কথা বলেছেন প্রিয় বন্ধু নেইমারকে নিয়ে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে তার ভাবনা, এমনকি প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই মন্তব্য করেছেন সময়ের সেরা এই খেলোয়াড়।
গত কয়েক মাসে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে সরগম গণমাধ্যমগুলো। শেষ পর্যন্ত ব্রাজিল তারকা যাদি রিয়ালে যোগ দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে? এমন প্রশ্নে মেসি বলেন, ‘এটা হবে ভয়ানক ব্যাপার, এর কারণ নেইমারের সাথে বার্সার নাম জড়িয়ে আছে। এখানে সে গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে; চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা.. এবং এটা বার্সার জন্যে হবে বিপর্যয়কর।’ আর পুটবলের কথা বললে ‘এটা রিয়াল মাদ্রিদকে আরো শক্তিশালি করবে’ বলে মনে করেন তিনি। তবে নেইমার আদতে রিয়ালে যোগ দেবেন কিনা এমন প্রশ্নে ৩০ বছর বয়সী প্লেমেকার বলেন, ‘এ সম্পর্কে তার (নেইমার) সঙ্গে কথা বললেই জানতে পারব। সে-ই এটা ভালো বলতে পারবে।’
আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই খেলবে আর্জেন্টিনা। মেসি ছাড়াও যে দলে সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, অ্যাঞ্জের ডি মারিয়াদের মত আক্রমণভাগ রয়েছে সেই দলকে ফেভারিটদের কাতারে রাখতেই হয়। তবে দল হিসেবে কতটা তারা কার্যকরী হবে সেটাই দেখার বিষয়। তাছাড়া রক্ষণ নিয়েও চিরায়ত সমস্যা রয়েই গেছে দলটির। এই কারণেই হয়ত বিশ্বকাপ জয়ের তীব্র ইচ্ছা থাকলেও সেমিফাইনালে উঠতে পারলেই আর্জেন্টিনা সফল হবে বলে মন্তব্য করেন মেসি। শেষ চারে উঠতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসি মেসি বলেন, ‘আমরা সেখানে উঠার প্রত্যাশা করতেই পারি কারণ আমাদের তেমন ইতিহাস আছে। গত বিশ্বকাপেও আমরা সেখানে পৌঁছেছিলাম। আবারো আমাদের সেখানে পৌঁছাতে হবে।’
২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে নিলেও জার্মানির কাছে হেরে অশ্রæসিক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। তবে আসল লক্ষ্য যে চ্যাম্পিয়ন হওয়া একথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাশিয়ার চ্যাম্পিয়ন হতে চাই।’ মেসি যেখানে আছে সেখানে রোনালদো নিয়ে প্রশ্ন হবে না এটা হতেই পারে না। বিশ্বকাপে রোনালদোর চেয়ে ভালো করার লক্ষ্য আছে কিনা জানতে চাইলে মেসি বলেন, এটা তাদের দুজনের কোন প্রতিযোগিতা নয়। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার কোন লড়াই নেই।’
মেসিদের দর্শক বানিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে তাদেরই চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ। এত তার রক্তক্ষরণ হচে কিনা জানতে চাইলে নাম্বার টেন বলেন, ‘রিয়াল মাদ্রিদকে আবারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখতে পাওয়া, তাদের শিরোপা জিততে দেখা আমাকে অনুপ্রেরিত করে। আমিও প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমরা সবাই-ই এটা চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।