প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: অপু বিশ্বাস ও বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলি একসঙ্গে অভিনয় তো করেনইনি, সিনেমা মুক্তির ক্ষেত্রে তারা কখনো মুখোমুখি হননি। তবে এবার তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আসন্ন ঈদে মুক্তি দেয়ার জন্য যেসব সিনেমা প্রস্তুতি নিচ্ছে তাতে অপু ও বুবলির সিনেমা রয়েছে। দুইটি সিনেমায়ই তাদের নায়ক শাকিব। দেখার বিষয় হচ্ছে, অপুর সাথে শাকিবকে নাকি বুবলির সাথে শাকিবকে দর্শক বেশি গ্রহণ করে। এ সিনেমা দুটির মধ্যে রয়েছে, অপু ও শাকিব অভিনীত পাঙ্কু জামাই এবং শাকিব-বুবলী অভিনীত চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া। দুটি সিনেমাই এখন ঈদে মুক্তি দেয়ার জন্য প্রস্তুত। পাঙ্কু জামাই সিনেমাটির শুরু হয়েছিল ২০১৬ সালে। কিন্তু শাকিব-অপুর স¤পর্কের জটিলতার কারণে সিনেমাটির কাজ শেষ করতে দেরি হয়। গত বছর অপু তার শূটিং আর শাকিব ডাবিং শেষ করে দেয়ার পর সিনেমাটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়। পরিচালক পয়লা বৈশাখে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন। তখন একটি সিনেমার গল্প ও বিজলী মুক্তি দেয়ার প্রস্তুতি থাকায় এবং সিনেমা হল স্বল্পতার কারণে পাঙ্কু জামাই মুক্তি দেয়া হয়নি। ফলে সিনেমাটির প্রযোজক কোনো একটি উৎসবে মুক্তি দেয়ার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে বিদেশি সিনেমা ভাইজান এলোরে ও সুলতান, সুপার হিরো, চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, পোড়ামন ২ সহ বেশ কয়েটি সিনেমা মুক্তির প্রস্তুতি শুরু করে। সিনেমার এই তালিকার ভিড়ে পাঙ্কু জামাই নিয়ে আর এগোতে চাননি নির্মাতা। স¤প্রতি ভাইজান এলো রে এবং সুলতান বিদেশি সিনেমা হওয়ায় আদালতের নির্দেশে উৎসবে এ ধরনের সিনেমা মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। ফলে এ সিনেমা দুটি এখন মুক্তি পাচ্ছে না। অন্যদিকে সুপার হিরোর কাজ এখনো শেষ না হওয়ায় এর নির্মাতা প্রতিষ্ঠান ঈদে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে পাঙ্কু জামাইয়ের নির্মাতা তার সিনেমা ঈদে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন। ফলে এবারের ঈদে এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেতে পারে তার তালিকায় রয়েছে পোড়ামন ২, চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ও পাঙ্কু জামাই। আর তাই যদি হয়, তবে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন অপু বিশ্বাস আর শবনম বুবলী। বলা বাহুল্য, শাকিব ও অপু বিশ্বাস জুটি দর্শকের কাছে পরীক্ষায় উত্তীর্ণ। অন্যদিকে শাকিব ও বুবলী জুটি এখনও দর্শকের মন স্পর্শ করতে পারেননি। বিশেষ করে পর্দায় বুবলীর নাচ ও অভিনয় অত্যন্ত দুর্বল। সর্বোপরি গø্যামার দিয়ে যে দর্শককে বুবলি ইমপ্রেসিভ করবে এমনটি তার মধ্যে অভাব রয়েছে। পর্দায় তাকে অতি সাধারণ একজন নায়িকা হিসেবে দেখা যায়। ফলে এখন পর্যন্ত বুবলী শাকিবের সাথে থেকে যতটা না আওয়াজে আছেন, পর্দায় তার ছিঁটেফোঁটাও নেই। অথচ দর্শকের কাছে পর্দার আওয়াজটাই মুখ্য। একজন নায়িকাকে পর্দায় তার রূপ ও সৌন্দর্য দিয়ে দর্শককে বিমোহিত করতে হয়। বুবলী তা করতে ব্যর্থ হয়েছেন। এতে অবশ্য তার দেষা দিয়ে লাভ নেই। কারণ নিজের সৌন্দর্য তো আর বদলে ফেলার উপায় নেই। তবে সৌন্দর্য না থাকলেও এমন অনেক অভিনেত্রী আছেন যারা কেবল অভিনয় দিয়েই দর্শকের মন জয় করেছেন। বুবলী যদি সেদিকে মনোযোগ দেয়, তবে তা তার জন্য ভাল হবে। অন্যদিকে রূপ ও সৌন্দর্য দিয়ে শুরু থেকেই দর্শকের মন জয় করেছেন অপু বিশ্বাস। এর সাথে তার ভাল অভিনয়ও যুক্ত হয়েছে। ফলে তিনি একজন পরিপূর্ণ নায়িকা হয়ে উঠতে পেরেছেন। তাই ঈদে যদি অপু ও বুবলীর সিনেমা মুখোমুখি হয়, সেক্ষেত্রে অপুর কাছে যে বুবলী পাত্তা পাবে না, তা অভিজ্ঞতার আলোকেই বলা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।