Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্যারিসে ছুরি হামলায় নিহত ১, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১০:১০ এএম | আপডেট : ১২:৫৮ পিএম, ১৩ মে, ২০১৮

ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

শনিবার সন্ধ্যার এ হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট জানিয়েছে, তাদের এক সৈন্য এ হামলা চালিয়েছে।

ফ্রান্সের অপেরা জেলায় এ হামলা হয়। ওই স্থানটি রাত্রিকালীন জমজমাট জীবনযাত্রার জন্য সুপরিচিত। হামলার সময় আতঙ্কিত লোকজন দৌড়ে ক্যাফে ও রেস্তরাঁয় আশ্রয় নেয়।

হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করতে না পারলেও হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।

প্যারিস পুলিশের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বিবিসি। প্রাথমিকভাবে হামলায় দু'জন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, ছুরিকাঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

খবরে আরও বলা হয়, শনিবার (১২ মে) রাতে একটি রেস্টুরেন্টে চালানো এ হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারিস

৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ