Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সিজন বর্ধিত হলো ‘এমিলি ইন প্যারিস’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ড্যারেন স্টারের এমি মনোনীত রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’কে তৃতীয় ও চতুর্থ মৌসুমের জন্য নবায়ন করেছে নেটফ্লিক্স। সিরিজের দ্বিতীয় মৌসুম গ্লোবাল নেটফ্লিক্সে ২২ ডিসেম্বর প্রিমিয়ার হবার পর ৯৪ দেশে শীর্ষ দশে স্থান পায়। ২২ থেকে ২৬ ডিসেম্বর ১০.৭৬ কোটি দর্শক সিরিজটি দেখে। প্রথম মৌসুম স্ট্রিমিং শুরু হয় ২০২০-এর অক্টোবরে ৫৩ দেশে স্ট্রিমিংয়ে শীর্ষ দশে স্থান পায়। ২৮ দিনে ৫.৮ কোটি দর্শক প্রথম মৌসুম উপভোগ করে। নির্মাতা ড্যারেন স্টার এর আগে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘মেলরোজ প্লেস’ এবং ‘বেভারলি হিলস নাইন ও টু ওয়ান ও’ নির্মাণ করেন। তিনি বর্তমানে নেটফ্লিক্সের জন্য ‘আনকাপল্ড’ নির্মাণ করছেন। ‘এমিলি ইন প্যারিস’ শিকাগো থেকে ফ্রান্সে আগত বিশোর্ধ এক বিপণন নির্বাহী এমিলির (লিলি কলিন্স)। হঠাৎ করে তাকে প্যারিসে দায়িত্ব দেয়া হয়। প্যারিসে সোশাল মিডিয়া কর্মকৌশল নির্ধারণসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। দ্বিতীয় মৌসুমে এমিলি প্যারিস থেকে ফ্রেঞ্চ রিভিয়েরা ও সঁ ট্রোপেতে যেতে হবে। প্যারিসের উপকণ্ঠে অবস্থিত স্টুডিওতে শুট হবে। আরও কিছু লোকেশনকেও বিবেচনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমিলি ইন প্যারিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ