Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি প্রতিষ্ঠার বিরল সুযোগ হাতছাড়া করেছে ভারত

ভিওএ’র সাথে এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির বলেছেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যকার সা¤প্রতিক ঐতিহাসিক সম্মেলনের উদাহরণকে ব্যবহার করে প্রতিদ্ব›দ্বী ভারতের সাথে সম্ভাব্য সম্পর্ক উন্নত করা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন ‘অতীতকে এড়িয়ে’ যাওয়ার পারস্পরিক রাজনৈতিক সাহস। ভিওএ’র সাথে সা¤প্রতিক এক সাক্ষাতকারে দস্তগির বলেন, বিদ্যমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনা, বিশেষ করে কাশ্মীর নিয়ে, দক্ষিণ এশিয়ার পরমাণুসজ্জিত দুই দেশের মধ্যে সঙ্ঘাতের সৃষ্টি করতে পারে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী সপ্তাহের পর সপ্তাহ ধরে গোলাগুলি চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষ গোলাগুলি সূচনার জন্য একে অপরকে দায়ী করে আসছে। উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করছে। দস্তগির ভোয়াকে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কে অব্যাহত অবিশ্বাস ও বৈরিতা সত্তে¡ও সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, অতীতকে এড়ানোর জন্য এ ধরনের সাহসিকতার প্রয়োজন। বৈরিতার চেয়ে যে শান্তিই ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক বেশি দরকার তা বুঝতে সাহসের দরকার হয়। তিনি বলেন, শরিফের ঐতিহাসিক সফরের পর থেকে ভারত অব্যাহতভাবে পাকিস্তানের প্রতি বৈরিতা প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা নস্যাৎ হয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, কয়েক বছর ধরে পাকিস্তানের সবাই ভারতের সাথে শান্তিপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায়। ২০০৮ ও ২০১৩ সালের কোনো নির্বাচনেই ভারতবিরোধী প্লাটফর্ম ব্যবহারকারী দলগুলোকে ভোটাররা ভোট দেয়নি। কিন্তু পারস্পরিক শান্তি প্রতিষ্ঠার এই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। তিনি বলেন, পাকিস্তানে রাজনৈতিক ঐকমত্য রয়েছে যে ২১ শতকে আমাদের উচিত ভারতের সাথে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু ভারতীয় রাজনীতিবিদ ও সামরিক নেতৃবৃন্দ ক্রমবর্ধমান হারে পাকিস্তানের প্রতি আগ্রাসী নীতি অনুসরণ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের পারস্পরিক বন্ধু যুক্তরাষ্ট্রের উচিত ভারত ও পাকিস্তানের সীমান্তে কী ঘটছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তি

২৭ ফেব্রুয়ারি, ২০২৩
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ