Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও আশা ছাড়েন নি নাজিব!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ২:২৪ পিএম | আপডেট : ৮:৪৭ পিএম, ১০ মে, ২০১৮
দৃশ্যত ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও কে সরকার গঠন করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশটির রাজা। পরাজিত হলেও রাজার ওপর আস্থা রেখেছেন নাজিব রাজাক। তিনিও বলেছেন, রাজাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্লেষকরা বলছেন, নাজিব রাজাক হয়তো রাজার কাছ থেকে বুকে পানি পাওয়ার মতো কোনো সুসংবাদ শোনার প্রত্যাশা করছেন। ওদিকে বিজয়ী জোট পাকাতান হারাপান রাজার প্রতি আহ্বান জানিয়েছে।
তারা বলেছে, তাদের জোট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ জন্য তাদের নেতা মাহাথির মোহাম্মদকে যেন প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে শপথ পড়ান তিনি। মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেছেন, তাকে সমর্থন করছেন ১৩৫ জন নবনির্বাচিত এমপি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১২ টি আসন। সেক্ষেত্রে তার সমর্থন অনেক বেশি আছে। তাই তিনি আশাবাদী। মনে করেন, তিনি একক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন এবং সরকার গঠন করতে পারবেন। একই সঙ্গে তিনি আশা করেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো হবে। সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, তাকে সমর্থন করছে তার জোটের যে চারটি দল তারা রাজার কাছে লিখিত আবেদন করেছে। তাতে সপ্তম প্রধানমন্ত্রীকে এখনই শপথ পড়ানোর অনুষ্ঠান আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজিব

২৫ জানুয়ারি, ২০১৯
১১ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ