গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার রাজধানীসহ সারাদেশে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। রোববার সকাল ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিদিনই অবনতি হচ্ছে। আমরা তার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ করব।’
রিজভী বলেন, ‘ঢাকার সমাবেশটি হবে দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চলায় গাজীপুর ও খুলনা মহানগরীতে কোনো সমাবেশ হবে না।’
এ সময় তিনি জানান, সমাবেশের অনুমতির জন্য পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।