রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশ জনতার মতবিনিময় সভা গতকাল শুক্রবার সকাল ১১টায় বানারীপাড়া থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরাম বানারীপাড়া থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি পুলিশিং ফোরাম বানারীপাড়া থানা শাখার সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সভাপতিত্ব করেন। থানার উপ-পরিদর্শক জুবায়ের’র সঞ্চালনায় মত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হুমায়ুন কবির। তিনি বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করছে। তিনি সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড, পাড়া ও মহল্লায় কমিউনিটি পুলিশের সদস্যরা রয়েছে। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আকরামুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ উদ্দিন আহমদ কিসলু, চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, মুক্তিযোদ্ধা মীর শাহজাহান, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস মিজানুল ইসলাম, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মুজিবুল হক টুকু, শিক্ষক ও সাংবাদিক শফিকুল আলম জুয়েল, প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দপ্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।