Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সিটিতে অস্ত্রধারীদের মজুদ করেছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:৪৯ পিএম

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অরাজকতা সৃষ্টির জন্য সারাদেশ থেকে অস্ত্রধারীদের এনে মজুদ করেছে আওয়ামী লীগ। আজ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি বলেন, গতকাল গাজীপুরে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্ব নির্বাচনী প্রচারণা চালানোর সময় জেলার এসপি হারুনুর রশীদ ডিবি পুলিশ পাঠিয়ে প্রচারণায় বাধা দেয়াসহ নেতাকর্মীদের হেনস্তা করেছে। বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার এলাকায় যুবলীগ মহড়া চালিয়ে প্রচারণায় বাধা দিয়েছে। রাতে বাসায় বাসায় গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। নারীদের সঙ্গে অসালীন ভাষা ব্যহার করেছে।
খুলনায় এমপির দুই ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য নতুন কিছু নয় বলে তিনি মন্তব্য করেন। বলেন, গতকালের বক্তব্য হিংসা, প্রতিহিংসায় ভরা। এটি বিকারগ্রস্ত মনের বহিঃপ্রকাশ। তারেক রহমানের যে মামলায় সাজা হয়েছে একই মামলায় প্রধানমন্ত্রীরও সাজা হতো। কিন্তু হয়নি কেন। কারণ ক্ষমতা তার হাতে। তিনি ক্ষমতায় এসে নিজের মামলাগুলো তুলে নিয়েছেন। আর বিরোধী দলের নেতাদের মামলাগুলো ডিমে তা দেয়ার মতো রক্ষা করেছেন। রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রী কোথায় কোন দেশে থেকে আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। আপনার দলেও তো অনেক বড় বড় বর্ষীয়ান নেতা ছিলেন। কিন্তু আপনি একবারে বড় পদে এসেছিলেন। রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে উড়ে এসে জুড়ে বসেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। কিন্তু তারেক রহমান ধারাবাহিকভাবে রাজনীতিতে এসেছেন। এসময় তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচনে যাবেনা বিএনপি। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তার জন্য আজকে আমাদের আন্দোলন। এতে যদি প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ,মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ