মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে রোমেইন লেটুস পাতা থেকে ই-কোলাই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিনে এতে আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২২টি অঙ্গরাজ্যে ই-কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে ৯৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ সংক্রমণে এখন পর্যন্ত কারও মৃত্যু না হলেও অসুস্থ ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের’ (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ১০ জনের কিডনি কাজ করছে না। ২০০৬ সালে স্পিনাচের মাধ্যমে ই-কোলাই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ায় ২০০ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকে যুক্তরাষ্ট্রে এটিই ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের সবচেয়ে বড় ঘটনা। অ্যারিজোনার ইউমাতে উৎপাদিত লেটুস পাতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সিডিসি কর্মকর্তারা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।