পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ চালু হলো দেশের সর্বপ্রথম ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক ও কেমিক্যাল ফ্রি প্রযুক্তি। গতকাল পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে বাস্তবায়নাধীন প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবনের লক্ষ্যে পানি পুনঃব্যবহার করে শেড হাউজে দেশীয় মাছ চাষের একটি প্ল্যান্ট প্রদর্শনের মাধ্যমে উল্লেখিত প্রযুক্তির যাত্রা শুরু হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। উল্লেখ্য, উক্ত প্ল্যান্টে বিভিন্ন দেশীয় মাছ যেমনÑ শিং, কৈ, কোরাল প্রভৃতি প্রায় ৯৫ শতাংশ পানি পুনঃব্যবহার করে চাষ করা যায়। এখানে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এবং পানি সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত থাকে। বছরে প্রায় ৩০০ টন দেশীয় মাছ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটিতে উৎপাদিত মাছ প্রচলিত হ্যাচারি অথবা পুকুরে উৎপাদিত মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং মাছের স্বাদ অটুট থাকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য (প্রশাসন) মো: মাহফুজুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো: খলিলুর রহমানসহ প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজাউল করিম। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।